ব্রিটিশ রাজপরিবারে ফিরে এলেন ডায়ানা
ব্রিটিশ রাজপরিবারে ফিরে এলেন ডায়ানা। ফিরলেন সদ্যোজাত নাতনির নাম হয়ে। দাদির নামেই নামকরণ করা হলো কেট-উইলিয়ামের কন্যার। সদ্যোজাত প্রিন্সেস অব কেমব্রিজের নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা।
মাত্র দুদিন আগে লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে জন্ম হয় ব্রিটিশ রাজ সিংহাসনে চতুর্থ উত্তরাধিকারিণীর। কন্যাসন্তান জন্মের খবর ছড়িয়ে পড়ার পর পরই যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে সাড়া পড়ে যায়, প্রিন্সেস ডায়ানাই আবার ফিরে এসেছেন রাজপরিবারে।
নাম নিয়ে এই কানাকানি, ফিসফাস আসলে শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর থেকেই। কিছুদিন পর কৌতূহলী সংবাদমাধ্যম ও ট্যাবলয়েডের খবর থেকে যুক্তরাজ্যবাসী জানতে পেরেছিলেন কেটের কোলে আসছে নতুন সন্তান। এক সময় হাসপাতাল থেকে ফাঁস হওয়া তথ্য থেকে অনাগত শিশুটি যে কন্যাসন্তান তাও মোটামুটি জানা হয়েছিল সবার। সে থেকে রাজপরিবারের ভক্তদের বিশ্বাস, দাদি ডায়ানাই ফিরে আসছেন উইলিয়ামের কন্যাসন্তান হয়ে।
এদিকে রাজপরিবারের নতুন শিশুর জন্মের আগেই তার নাম নিয়ে ঘটে গেছে নানা মজার কাণ্ড। রাজপরিবারের ভক্তরা সদ্যোজাত শিশুর ডায়ানা নাম চেয়ে ফেসবুক পেজ, টুইটারেও প্রচারণা চালিয়েছে। স্কাইনিউজ জানাচ্ছে রাজকন্যার জন্মের পর তার নাম নির্ধারণের জন্য ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ই-মেইল গেছে প্রায় এক কোটির বেশি !
আজ রাজপরিবারের সূত্রে স্কাইনিউজ জানায়, জন্মের পর পরই নাকি নাম ঠিক করে ফেলেছিলেন ডায়ানার মা-বাবা। এরপর সবাই ছিলেন রানি এলিজাবেথের অনুমতির অপেক্ষায়। আজ রানির অনুমতি দেওয়ার পর রাজপরিবারের পক্ষ থেকে জনসমক্ষে ঘোষণা করা হয় নবজাতকের নাম।
গত ২ মে সকালে কেনসিংটন প্রাসাদ কর্তৃপক্ষ প্রথম যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য উইলিয়াম-কেটের দ্বিতীয় সন্তানের জন্মের কথা জানায়। ওই দিন দুপুর সাড়ে ১২টায় রীতি অনুযায়ী বাকিংহাম রাজপ্রাসাদের দরজায় ঝুলিয়ে দেওয়া হয় রাজপরিবারে নতুন অতিথির আগমন বার্তা। এর পরই উল্লাসে ফেঁটে পড়ে গোটা দেশ।