আম আদমির জন্য ভোট চাইলেন মমতা
ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় মমতা লিখেছেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং দিল্লির উন্নয়নের জন্য আম আদমি পার্টিকে ভোট দেওয়া উচিত।’
সম্প্রতি টুইটারে যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতার রয়েছে ১৫ হাজার ফলোয়ার। টুইটারে প্রকাশের দুই ঘণ্টার মধ্যে কেজরিওয়ালের পক্ষে মমতার ভোট চাওয়ার বার্তাটি এক হাজারবারের বেশি রি-টুইট বা শেয়ার করেছেন অন্যরা।
আগামীকাল শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল লড়াইটা হবে ক্ষমতাসীন বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে।
মুখ্যমন্ত্রীর পদের জন্য বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদি এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।