একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান
জম্মু কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর দপ্তরে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। অপরদিকে বেলুচিস্তানে সন্ত্রাসের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান।
গত রোববার ভোরে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকার একটি সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৭ সেনা ও চার হামলাকারী নিহত হন। এ ছাড়া এ ঘটনায় আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। উরি হামলার পর পরই এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। আর সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, এই ন্যক্কারজনক হামলার কড়া জবাব দিতে চান ভারতীয় সেনারা।
তবে উরি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, উরি হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, উরিতে হামলার ঘটনা অধিকৃত কাশ্মীরে ভারতের কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর সরানোর একটি অপচেষ্টা।
নাফিজ জাকারিয়া পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেন, পাকিস্তানে যেসব সন্ত্রাস হচ্ছে তাতে অর্থায়ন এবং বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে ভারত।
নাফিজ জাকারিয়া দাবি করেন, বেলুচিস্তান, করাচিসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীদের অর্থায়ন করছে ভারত। এমন অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ আছে বলে দাবি তাঁর। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে হস্তক্ষেপের ঘোষণার কথা উল্লেখ করেন নাফিজ জাকারিয়া।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, কাশ্মীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে নিঃশর্ত আলোচনা করতে পাকিস্তান প্রস্তুত আছে। পাকিস্তান বিভিন্ন বিষয়ে কূটনৈতিক সমাধান চায়।
সারতাজ আজিজ দাবি করেন, কাশ্মীর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে দুই দেশের কোনো আলোচনাই সফল হবে না।
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালাচ্ছে। কাশ্মীর বিষয়ে জাতিসংঘের অভিবেশনে আলোচনার দাবি জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।