মালয়েশিয়ায় উপনির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী
মালয়েশিয়ার পাহাং প্রদেশের একটি আসনে উপনির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বারিসান ন্যাসনাল কোয়ালিশন স্বল্প ব্যবধানে জয়ী হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে ফল ঘোষণা হয়। এতে ক্ষমতাসীন জোট ৬১ শতাংশ ভোট পায় বলে ঘোষণা করা হয়। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে ওই আসনে ৬৭ শতাংশ ভোট পেয়েছিল ক্ষমতাসীনরা।
গত ৪ এপ্রিল এক বিমান দুর্ঘটনায় পাহাংয়ের ওই আসনের সংসদ সদস্য জামালুদ্দিন জারজিস নিহত হন। শূন্য হওয়া এ আসনে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকালের নির্বাচনটি ছিল প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জন্য বড় পরীক্ষা। বিপুল সম্পত্তির মালিক হওয়া কিংবা ঋণে জর্জরিত রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া বেরহাদের (১এমডিবি) মাধ্যমে বিদেশে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তাই নির্বাচনে তাঁর দলীয় প্রার্থীদের জয় নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।