যুদ্ধ ভারতের অর্থনীতি ধ্বংস করে দেবে : পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে তা ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবে এবং ওই যুদ্ধ ভারতকে বিশ্বে একা করে দেবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি কূটনীতিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কুটনীতিকের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের পত্রিকা দ্য ডন। পরে ভারতের হিন্দুস্তান টাইমসও ডনের বরাতে খবরটি প্রকাশ করে।
ডন জানায়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধিয়ে ভারত নিজেদের অর্থনীতির ক্ষতি করবে না। এই ব্যাপারে তাঁরা নিশ্চিত বলেও জানান ওই পাকিস্তানি কূটনীতিকরা। তাঁরা আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানের একঘরে থাকার বিষয়টি একটি অতিকথন। পাকিস্তান নয় বরং ভারতেরই একঘরে হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
গত কয়েকবছরে ভারতের মাটিতে বারবার সন্ত্রাসীহামলা চালিয়ে আসছে পাকিস্তানপন্থী জঙ্গিরা। সর্বশেষ জম্মু-কাশ্মীরের উরিতে সেনা ব্রিগেডের একটি সদর দপ্তরের ওপর সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে দাবি করে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এরই অংশ হিসেবে ভারত পাকিস্তানের ওপর নানা নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ভাবছে।
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকার সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা করা হয়। এতে ১৮ সেনা ও চার হামলাকারী নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। হামলার পর পরই এর জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে দায়ী করা হয়। আর এ হামলার কড়া জবাব দিতে চান ভারতীয় সেনারা।