পাকিস্তানকে দেওয়া ‘মর্যাদা’ কেড়ে নেওয়ার চিন্তা ভারতের
উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এই হামলার সঙ্গে পাকিস্তানের সংযোগ আছে দাবি করে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ভারত। এরই মধ্যে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বাণিজ্যিক দিক দিয়েও পাকিস্তানকে চাপের মুখে ফেলার চিন্তাভাবনা চলছে ভারতে।
১৯৯৬ সালে ভারত একতরফাভাবেই পাকিস্তানকে দিয়েছিল ‘মোস্ট ফেভরড নেশন’ (সৌহার্দপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক)-এর মর্যাদা। যার ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে সমান সুযোগসুবিধা ভোগ করার নিশ্চয়তা পেয়েছিল পাকিস্তান। উরি হামলার পর এখন সেটি ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে ভারত। ২০ বছর আগে ভারতের মোস্ট ফেভরড নেশনের তালিকায় জায়গা পেলেও পাকিস্তান এখনো এ ব্যাপারে কোনো পাল্টা জবাব দেয়নি।
মোস্ট ফেভারড নেশনের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার প্রভাবটা প্রধানত প্রতিকী অর্থ বহন করবে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। কারণ ভারতের মোট বাণিজ্যের খুবই ক্ষুদ্র অংশজুড়ে আছে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য। পাকিস্তান ছাড়া বাংলাদেশ ও ভিয়েতনাম আছে ভারতের মোস্ট ফেভরড নেশনের তালিকায়।
সিন্ধুর পানি চুক্তি বাতিল করে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে ভারত। প্রধানমন্ত্রী মোদি তেমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না।’ তবে এই চুক্তি বাতিল করলে ভারত আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকায় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৮ সেনা ও চার হামলাকারী নিহত হন। এ ছাড়া এই ঘটনায় আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।