পাকিস্তানের সীমান্তে হামলা চালিয়েছে ইরানও
পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সীমান্তে ভারতের যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধের ওই ডামাডোলের মধ্যেই পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে হামলা চালিয়েছেন ইরানের সীমান্তরক্ষীরা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ বৃহস্পতিবার জানায়, বুধবার সকালে ইরানের বর্ডার গার্ড পাকিস্তানের সীমানায় তিনটি মর্টার শেল ছোঁড়ে।
প্রাদেশটির সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য নেশন জানায়, ইরানের ছোঁড়া মর্টার শেলগুলো সীমান্তবর্তী পাঞ্জগড় জেলায় আঘাত হানে। ওই কর্মকর্তা জানান, মর্টার শেলগুলো সীমান্ত এলাকার কিল্লি করিমদাদ চেকপোস্টে এসে আঘাত হানে। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকা পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ওই সীমান্তে সীমান্তরক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।