নিলামে উঠছে সাদ্দামের ফাঁসির দড়ি
নিলামে উঠছে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসির দড়ি। ২০০৬ সালে এই দড়িতে ঝুলিয়ে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছিল। দড়িটি কেনার জন্য এরই মধ্যে অনেকে আগ্রহ দেখিয়েছেন। এর দাম উঠেছে ৭০ লাখ ডলার।
লন্ডনভিত্তিক সাময়িকী আল-আরাবি আল-জাদিদ ইরাকের শীর্ষস্থানীয় এক রাজনীতিকের বরাত দিয়ে জানিয়েছে, ধনাঢ্য এক ইসরায়েলি পরিবার, ইরানের একটি ধর্মীয় সংগঠন ও কুয়েতের দুই ব্যবসায়ী দড়িটি কেনার ব্যাপারে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছেন।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, দড়িটি রয়েছে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনকারী মোওয়াফাক আল রুবেইর কাছে। তিনি ইরাকের কাদিমিয়াহ শহরে তাঁর বাড়ির বসার কক্ষে সাদ্দামের একটি ব্রোঞ্জের মূর্তির গলায় এটি ঝুলিয়ে রেখেছেন।
আট বছর আগে সাদ্দাম হোসেনের ফাঁসির সময় উপস্থিত ছিলেন রুবেই। ২০১৩ সালে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টকে তিনি বলেন, ‘ফাঁসি দেওয়ার পর সেখানে উপস্থিত কর্মকর্তারা ফাঁসির দড়িটির কিছু অংশ আমাকে এনে দেন। এরপর থেকে দড়িটি সাদ্দামের মূর্তির গলায় ঝুলিয়ে রাখা সঠিক হয়েছে বলে আমি মনে করি।’
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মানবাধিকারকর্মীরা এরই মধ্যে এ ধরনের নিলামের সমালোচনা করেছেন। আহমেদ সাঈদ নামে ইরাকের এক মানবাধিকারকর্মী বলেন, নিলাম যদি শেষ পর্যন্ত হয়ই, তবে এই অর্থ সরকারি তহবিল হিসেবে ইরাকের কোষাগারে জমা হওয়া উচিত।
আল-আরাবিয়া আল-জাদিদ জানিয়েছে, এরই মধ্যে দড়িটির দাম উঠেছে ৭০ লাখ ডলার। কিন্তু এর চেয়েও বেশি দাম হাঁকা হতে পারে। তবে রুবেই বা ইরাক সরকারের কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।