পশ্চিমবঙ্গে পটকা কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
ভারতের পশ্চিমবঙ্গের একটি পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের পিঙ্গলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার ভারতী সিং আইএএনএসকে জানান, একটি পটকা কারখানায় বিস্ফোরণ ঘটে ১২ জন মারা গেছে এবং আরো সাতজন আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
এদিকে, এ ঘটনার পর থেকে কারাখানাটির মালিক রঞ্জন মাইতি পলাতক রয়েছেন।
কারখানাটি বোমা তৈরির জন্য ব্যবহার করা হতো বলে অভিযোগ করে স্থানীয়রা দাবি করছেন, সেখানে আরো অনেক মানুষ মারা গেছে। সেখানকার এক এলাকাবাসী বলেন, ‘বিস্ফোরণ এত জোরে ছিল যে আশপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে এবং অনেক বাড়িতে ফাটলও দেখা দেয়। মাইতি একজন অপরাধী এবং সে এই কারখানাতে বোমা বানাত। কারখানার ভেতরে হয়তো এখনো অনেক মৃতদেহ আছে। আরো অনেক মানুষ মারা গেছে।’