‘নওয়াজকে দেখাব কীভাবে মোদিকে জবাব দিতে হয়’
‘কাশ্মীর সীমান্তের সীমারেখা পার হয়ে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে দুই সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এখনো নিশ্চুপ। ওদিকে নরেন্দ্র মোদি যুদ্ধের হুংকার দিয়েই চলছেন। আমি আজকের র্যালিতে নওয়াজকে (পাকিস্তানের প্রধানমন্ত্রী) দেখাব কীভাবে মোদিকে জবাব দিতে হয়।’ কথাগুলো পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খানের।
সীমান্তে পাকিস্তানি সেনা হত্যার প্রতিবাদ জানাতেই আজ শুক্রবার ‘রাইউইন্ড মার্চ’ নামে এক প্রতিবাদ র্যালির আয়োজন করেছে পিটিআই। দ্য নেশনের খবর অনুযায়ী, পাকিস্তানের দূর্ণিতির বিরুদ্ধে প্রথম এই প্রতিবাদের আয়োজন করা হলেও গতকাল সীমান্তে পাকিস্তানি সেনা হত্যার প্রতিবাদে এই র্যালি ও মিছিল অনুষ্ঠানের ঘোষণা দেন ইমরান।
একসময়ের জনপ্রিয় ক্রিকেটার, হালে রাজনৈতিক নেতা ইমরান খান বলেন, ‘প্রাথমিকভাবে আমি এই র্যালির মাধ্যমে নওয়াজ শরিফকে বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে মোদির জন্যও আমার বার্তা আছে।’ তিনি আরো বলেন, ‘সারা দেশ থেকে জনতা এই র্যালিতে অংশ নিয়ে দেখিয়ে দেবে আমাদের একতার শক্তি। আর আমি নওয়াজকে দেখাব কীভাবে মোদিকে জবাব দিতে হয়।’
নওয়াজের সমালোচনা করে ডন অনলাইনের কাছে ইমরান বলেন, ‘তিনি আসলে শাসনে অক্ষমতারই পরিচয় দিয়ে যাচ্ছেন।’ পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফের প্রশংসা করে ইমরান বলেন, ‘জাতির আসল প্রতিনিধিত্ব করছেন জেনারেল রাহেল।’