নিরাপত্তা কমিটি ও সর্বদলীয় বৈঠক ডেকেছেন নওয়াজ
কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে চলমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কমিটি এবং প্রাদেশিক কর্মপরিকল্পনা কমিটির বৈঠকও আহ্বান করেছেন তিনি। আসছে সপ্তাহেই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। এ জন্য চার প্রাদেশিক মুখমন্ত্রী এবং সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও তলব করা হয়েছে।
আজ শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।
সংসদীয় দলগুলোর প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার। নিরাপত্তা কমিটির বৈঠক হবে মঙ্গলবার। সব বাহিনীর প্রধান ও উপপ্রধানরা এতে অংশ নেবেন।
এর আগে আজই জরুরি বৈঠকে বসে পাকিস্তানের মন্ত্রিপরিষদ। এতে সভাপতিত্ব করে নওয়াজ শরিফ। তিনি বলেন, জনগণকে রক্ষা এবং নিয়ন্ত্রণরেখার বিধি ভঙ্গের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
নওয়াজ বলেন, ‘যে কোনো আগ্রাসন থেকে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। পুরো জাতি কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে।’