ভালোবাসা নিয়ে ভারতে ১৯ পাকিস্তানি তরুণী
ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধের উত্তেজনা। কাশ্মীর নিয়ে দুই দেশের বিবাদ এখন চরমে। ঠিক এ মুহূর্তে ভারতে ‘ভালোবাসা ও শান্তির বার্তা’ নিয়ে পৌঁছেছে ১৯ জন পাকিস্তানি তরুণী। তাঁদের দাবি, যুদ্ধ কেবল দুই দেশের সরকার ও গণমাধ্যমে সীমাবদ্ধ। সাধারণ মানুষ শান্তি চায়।
এনডিটিভি জানিয়েছে, চণ্ডীগড়ে আয়োজিত ১১তম গ্লোবাল ইয়ুথ পিস ফেস্টিভ্যালে অংশ নিতে ১৯ জন তরুণী ভারতে পৌঁছান। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে। তরুণীদের বেশির ভাগই এই প্রথমবারের মতো ভারতে গেছেন।
লাহোরের তরুণী আলভিনা। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা ছড়ানো হচ্ছে। কিন্তু তা দুই দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ। যখন ভারতে পা রাখি, ভিন্ন কিছুই মনে হয়নি। পাকিস্তান ও ভারত আমাদের কাছে একই রকম।’
আলভিনা বলেন, ‘আমরা একই মানুষ। কৃত্রিম সীমান্ত দিয়ে ভারত ও পাকিস্তান আলাদা করা হয়েছে। সাধারণ মানুষ শান্তি চায়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার এটাই সময়।’
লাহোরের উরওয়াহ সুলতানার পরিবার খুব উদ্বিগ্ন ছিল ভারতে আসার পর। তাদের অভয় দিয়েছেন সুলতানা। তিনি বলেন, ‘আমরা তো পাকিস্তানেও মারা যেতে পারি। কী হবে যদি এখানে মারা যাই?’
সুলতানা বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষ শান্তি চায়। তারা বলিউডের চলচ্চিত্রের ভক্ত। শাহরুখ খান, সালমান খান ও রনবীর কাপুর পাকিস্তানে খুব জনপ্রিয়। সেখানে অর্জুন কাপুরের ভক্তও অনেক।’
সুলতানা বলেন, ‘যুদ্ধটা কেবল গণমাধ্যমেই সীমাবদ্ধ।’