ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত রূপার জয়
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে এমপি পদে নির্বাচিত হলেন।
গতকাল বৃহস্পতিবারের এই নির্বাচনে লেবার পার্টির প্রার্থী রূপা পেয়েছেন ২২ হাজার দুই ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট।
কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রূপা হক ইংরেজি লেখক ও কলামিস্ট হিসেবেও পরিচিত। তিনি ইলিংয়ের লন্ডন বরোর ডেপুটি মেয়র পদে দায়িত্ব পালন করেন। এবারের সাধারণ নির্বাচনে তিনিসহ বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন দেশটির প্রধান তিনটি দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন।
গতকাল স্থানীয় সময় সকাল ৭টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়, স্থানীয় সময় রাত ১০টায় শেষ হয়। আজ শুক্রবার বিকেলে ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে সরকার গঠন করতে পেতে হয় ৩২৬ আসন।