বাংলার তিন কন্যার ব্রিটেন জয়
ব্রিটেনের সাধারণ নির্বাচনে তিনটি আসন থেকে জয় পেয়েছেন তিন বাংলাদেশি নারী রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক। তাঁদের মধ্যে রুশনারা বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় দফায় এমপি নির্বাচিত হয়েছেন। আর টিউলিপ ও রূপা প্রথমবারের মতো নির্বাচন করেই জয়ের দেখা পেয়েছেন।
urgentPhoto
নির্বাচনের সর্বশেষ ঘোষিত ফল থেকে জানা যায়, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় পান রুশনারা। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন মাত্র আট হাজার ৭০ ভোট।
অন্যদিকে, হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও লেবার পার্টির প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী সাইমন মার্কাসকে এক হাজার ১৩৮ ভোটে হারিয়ে ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়ী হন ৩২ বছর বয়সী টিউলিপ।
এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ৪৩ বছর বয়সী রূপা ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে এমপি পদে নির্বাচিত হন। নির্বাচনে রূপা পেয়েছেন ২২ হাজার দুই ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট।
রুশনারা আলী
২০১০ সালে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন রুশনারা আলী। এর মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অভিষেক ঘটে বাংলাদেশিদের। গতবার প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছিলেন রুশনারা। এবার জিতেছেন ২৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
লেবার পার্টির ছায়াশিক্ষামন্ত্রীও ছিলেন রুশনারা। তবে কোয়ালিশন সরকার ইরাকের আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। যুদ্ধ কোনো সমাধান নয় বলেই মনে করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ। ২০১৫ সালের সাধারণ নির্বাচনের জন্য বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের জন্য তাঁকেই মনোনয়ন দেয় লেবার পার্টি।
১৯৭৫ সালের ১৪ মার্চ বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথে জন্মগ্রহণ করেন রুশনারা আলী। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডনে যান তিনি।
টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। তিনি রিজেন্ট পার্কের সাবেক কাউন্সিলর। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে এ এলাকার কিংস কলেজ লন্ডন থেকে এমএ ডিগ্রি অর্জন করেন টিউলিপ।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে ছিল হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন। এ আসনে লেবার দলের অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন ১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২৩ বছর এমপির দায়িত্ব পালন করেন। ২০১০ সালের নির্বাচনে মাত্র ৪২ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। ৭৮ বছর বয়সী গ্লেন্ডা জ্যাকসন অবসরের ঘোষণা দেওয়ার পর এ আসনে টিউলিপকে লেবার পার্টি থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
রূপা আশা হক
রূপা আশা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক। ইংরেজি লেখক ও কলামিস্ট হিসেবেও পরিচিত তিনি। এর আগে ইলিংয়ের লন্ডন বরোর ডেপুটি মেয়র পদে দায়িত্ব পালন করেন লেবার পার্টির সদস্য রূপা।
সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা ভেবে ষাটের দশকে বাংলাদেশ ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতে যান রূপার বাবা মো. মুসজুদ্দিন আবেদুল হক এবং মা রওশন আরা হক। তাঁদের আদি নিবাস বাংলাদেশের পাবনায়। ১৯৭২ সালের ২ এপ্রিল হ্যামারস্মিথের কুইন শার্লটস হসপিটালে জন্মগ্রহণ করেন রূপা হক।
গতকাল স্থানীয় সময় সকাল ৭টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়, স্থানীয় সময় রাত ১০টায় শেষ হয়। আজ শুক্রবার বিকেলে ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে সরকার গঠন করতে পেতে হয় ৩২৬ আসন।