রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল যুক্তরাষ্ট্রের
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধ করা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তিতে করা অঙ্গীকারগুলো মানছে না রাশিয়া।
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে কাজ করছে দুটি দেশই। তা সত্ত্বেও গত মাসে মাত্র কয়েক দিন যুদ্ধ বন্ধ ছিল। এরপরই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।
সিরিয়ার আলেপ্পোতে প্রাণঘাতী কয়েকটি হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা বন্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র।
এর পর স্থানীয় সময় সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা বন্ধের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বলেন, ‘(সিরিয়ায়) হানাহানি বন্ধ স্থায়ী করতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।’
‘এ সিদ্ধান্ত হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
যুক্তরাষ্ট্রের এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে দুই দেশের মধ্যকার একটি চুক্তি বাতিলের ডিক্রিতে সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।