পাকিস্তানে কপ্টার বিধ্বস্ত, দুই রাষ্ট্রদূতসহ নিহত ৬
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নালতার উপত্যকা অঞ্চলে জরুরি অবতরণের সময় সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে নরওয়ের রাষ্ট্রদূত লেইফ এইচ লারসেন, ফিলিপাইনের রাষ্ট্রদূত ডোমিনগো ডি লুসেনারিও জুনিয়র, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুই পাইলট নিহত হন।
তাঁদের নিয়ে হেলিকপ্টারটি পাকিস্তানের বিতর্কিত কাশ্মীর অঞ্চল গিলগিট-বালতিস্তানের দিকে যাচ্ছিল। সেখানে তাঁদের একটি পর্যটন স্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। পর্যটকদের জন্য স্থাপনাটি বিমানবাহিনী নির্মাণ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এই স্থাপনা উদ্বোধনের কথা ছিল। কিন্তু হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান গিলগিট থেকে ফিরে গেছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।