ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি অব্যাহত
নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত আছে। গতকাল সোমবারের পর আজ মঙ্গলবার ভোররাতে দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, পাকিস্তানের ভিমবার সেক্টরে গোলাগুলি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভোররাতে ‘বিনা উসকানিতে ভারতীয় সেনাবাহিনী গোলাগুলি শুরু করে’, যা দুই ঘণ্টা ধরে চলে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘ভিমবার সেক্টরের বাগসর, ব্রোহ ও খঞ্জর এলাকায় বিনা উসকানিতে ভারতীয়দের গুলি চালানোর সমুচিত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা।’
সোমবার কাশ্মীরের তিনটি স্থানে ভারত-পাকিস্তান গোলাগুলির খবর পাওয়া যায়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের গুরুদাসপুর, পুনচ ও আখনুরে অস্ত্রবিরতি লঙ্ঘনের একদিন পর আবার একই ঘটনা ঘটিয়েছে পাকিস্তানি সেনারা। এবার তারা কালসিয়ান ও নওশেরা সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে।
গত ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলায় প্রায় ২০ ভারতীয় সেনা নিহত হয়। এর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। ভারতের অভিযোগ, পাকিস্তানের মদদে সন্ত্রাসীরা এ হামলা চালায়। যদিও পাকিস্তান বিষয়টি নাকচ করেছে। ২৯ সেপ্টেম্বর সীমান্তে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারত। এর পর থেকে দুই দেশের মধ্যে নিয়মিত গোলাগুলি হয়।