বাঙালিদের সাহায্য করব : টিউলিপ
যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জয়ের পর বলেছেন, তিনি অন্য সব মানুষের পাশাপাশি সেখানে বসবাসরত অভিবাসী বাঙালিদেরও সাহায্য করবেন।
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এক হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে জয়ী হন টিউলিপ। তারপরই স্থানীয় সময় ভোর ৫টায় এ প্রতিক্রিয়া জানান বঙ্গবন্ধুর নাতনি। ব্রিটেনের এ নির্বাচনে লেবার পার্টি থেকে আরো দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারী এমপি নির্বাচিত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের প্রতিক্রিয়ার একটি ভিডিও ফুটেজ ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। একই পেজে টিউলিপের মা শেখ রেহানার প্রতিক্রিয়ার একটি ভিডিও ফুটেজও আপলোড করা হয়েছে।
টিউলিপ সিদ্দিক বলেন, ‘ইলেকশন তো অনেক কষ্ট করে করলাম। আর আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন। মিডিয়া আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমাদের সাংবাদিকরা কনস্টেন্টলি পজিটিভ সাপোর্ট দিয়েছেন আমাদের সব বাঙালি কেন্ডিডেটদের। সো, আপনাদের থ্যাংকিউ জানাই।’
ব্রিটেনের এ সাধারণ নির্বাচনে জাতীয়ভাবে লেবার পার্টি ভালো ফল করতে পারেনি। কনজারভেটিভদের হাতেই আবার ক্ষমতায় থাকার আভাস মিলছে। এ অবস্থায় তিন বাঙালি সংসদ সদস্য ‘নিজস্ব নীতিগুলো’ সরকারের কাছে যথাযথ উত্থাপন করতে পারবেন কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, ‘অপজিশনে এমপি হওয়া অনেক কঠিন। কিন্তু এখনো পুরোটা দেখি নাই, কী হচ্ছে ...। কিছু (জায়গায়) কিন্তু আমরা গেইন ভালোই করেছি।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, নিজের এলাকায় অনেক কাজ করা যায়। যদি সরকার নিজের লেবার (পার্টির) নাও হয়, তবু নিজের এলাকায় অনেক কাজ করা যায়। মানুষজনকে সাহায্য করা যায়।’
অভিবাসী বাঙালিদের সাহায্যের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর নাতনি আরো বলেন, ‘(বাংলাদেশিদের) মানুষ তো মানুষই। আপনি ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, জিউস বলেন, বাঙালি। মানুষকে সাহায্য করা হলে মানুষকেই সাহায্য করা হয়। যেদিক দিয়েই আছে। আমি বাঙালিদের সাহায্য করব, সবাইকে সাহায্য করব।’
আমি গর্বিত : রেহানা
টিউলিপের জয়ে উচ্ছ্বসিত তাঁর মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘আমি মা হিসেবে খুব গর্বিত। আমি এত সুন্দর একটা মেয়েকে জন্ম দিতে পেরেছি।
গর্বিত পিতার সন্তান।’ তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে লাখ লাখ শোকর করি। আপনাদের সবার কাছে দোয়া চাই।
মা হিসেবে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। সন্তানের সাকসেস। সন্তানকে জীবনে এত বড় জায়গায় যাওয়া।
আজকে দুইটা আনন্দ একসাথে। ছিটমহল, বঙ্গবন্ধু-ইন্দিরা চুক্তি আর টিউলিপের এই জয়লাভ। ব্রিটেনের মতো জায়গায় আমার মেয়ে জয়লাভ করেছে। এটা ইতিহাসে একটা বিরল ঘটনা। দোয়া করবেন।’
যুক্তরাজ্যে গতকাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার পার্টি থেকে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ৩২ বছর বয়সী টিউলিপ ২৩ হাজার ৯৭৭টি (৪৪ শতাংশ) ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইমন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯টি (৪২ শতাংশ) ভোট।
এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। নিরঙ্কুশ জয় পেতে হলে দেশটির ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টি পেতে হয়। অপরদিকে টিউলিপের লেবার পার্টি লেবার পার্টি ২৩০টি (শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত) আসন পেয়েছে। তাদের বসতে হবে বিরোধী দলে। আর তৃতীয় বৃহত্তম পার্টি স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৬টি আসন পেয়েছে। এরই মধ্যে পরাজয়ের দায় নিয়ে লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড পদত্যাগ করেছেন।