বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ভারত
বাংলাদেশের পুলিশ, বিজ্ঞানীসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ভারত। এরই মধ্যে ৫৭৫ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারভুক্ত আরো দেড় হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া চলছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান জিতেন্দ্র সিং। আগামী তিন বছরে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের কথা বর্ণনা করে জিতেন্দ্র সিং বলেন, ‘বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারা ভারতের জন্য বিরাট সন্তোষের বিষয়।’ তিনি বলেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে ৪০ জন বাংলাদেশি পুলিশ সদস্য এবং ৫০০ জন বিসিএস কর্মকর্তা এরই মধ্যে মহীশূরের লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন।’
আগামী তিন বছরের মোট দেড় হাজার জন বাংলাদেশি বিসিএস কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে।
মন্ত্রীর বরাত দিয়ে ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশের ৩৫ জন বিজ্ঞানীও ভারতের বেসরকারি পরমাণু খাতের ওপর একটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। পিটিআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসও এ নিয়ে প্রতিবেদন করেছে।
জিতেন্দ্র সিং জানিয়েছেন, বাংলাদেশ সরকারের অনুরোধে শুল্ক, রেল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবে ভারত।