মিয়ানমারে সীমান্তরক্ষী ছাউনিতে হামলা, নিহত ১৪
মিয়ানমারে সীমান্তরক্ষীবাহিনীর তিনটি ছাউনিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১৪ জন নিহত হয়েছে, যার ৯ জনই পুলিশ কর্মকর্তা। আজ রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে।
বিবিসিজানিয়েছে, ঘটনাস্থলটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। কারা হামলা চালিয়েছে তা এখনোপরিষ্কার নয়। তবে রাখাইন রাজ্যের এক কর্মকর্তা হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওকে দায়ী করেছেন।
কর্মকর্তারা আরো জানান, হামলাকারীরা তিনটি ছাউনিতে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র ও বেশ কয়েকটি বন্দুক লুট করে নিয়ে যায়।
মিয়ানমারের এই রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার রোহিঙ্গা।