ইন্দোনেশিয়ার উপকূলে ‘বাংলাদেশি’সহ উদ্ধার ৫০০
ইন্দোনেশিয়ার উত্তর উপকূল থেকে প্রায় ৫০০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় আজ রোববার দুপুরে আচেহ প্রদেশের সমুদ্র উপকূলের একটি নৌকা থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে আছে অনেক নারী ও শিশু। এদের মধ্যে বাংলাদেশিও আছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
আচেহ প্রদেশের উদ্ধারকারী বিভাগের প্রধান বুদিয়াওয়ান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ সকালে স্থানীয় জেলেরা প্রশাসনকে জানায়, নারী, শিশুসহ অনেক মানুষ নিয়ে একটি নৌকা উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করছে। পরে ওই নৌকা থেকে নারী, শিশুসহ ৪৬৯ জনকে উদ্ধার করা হয়। তারা সবাই এখন সুস্থ ও নিরাপদ আছে। স্থানীয় প্রশাসনের দাবি, উদ্ধারকৃতদের মধ্যে আছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও বাংলাদেশি।
মিয়ানমার সব সময়ই রোহিঙ্গাদের তাদের নাগরিক নয় বলে দাবি করে আসছে। আর সাম্প্রতিক বছরগুলোতে নির্যাতনের ভয়ে কয়েক হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালানোর ক্ষেত্রে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ব্যবহৃত পথ হলো থাইল্যান্ডের সঙ্গে থাকা সীমান্তবর্তী জঙ্গল। আবার অনেক রোহিঙ্গা দেশ ছেড়েছেন সমুদ্রপথে।
গত ডিসেম্বরে জাতিসংঘের পক্ষ থেকে মিয়ানমারকে সব রোহিঙ্গার নাগরিকত্ব দিতে বলা হয়েছে। তবে মিয়ানমারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো পর্যন্ত বড় কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।