১০ সেকেন্ডের রায়ে জয়ললিতা খালাস
দুর্নীতির মামলায় জয়ারাম জয়ললিতাকে খালাস দিয়েছেন ভারতের কর্নাটকের উচ্চ আদালত। এর ফলে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আর কোনো বাধা থাকল না তাঁর। আজ সোমবার এ রায় দিতে ১০ সেকেন্ড সময় নেন আদালত।
২০১৪ সালের সেপ্টেম্বরে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেন জয়ললিতা। উচ্চ আদালত বলেন, 'আপিল মঞ্জুর করা হলো।'urgentPhoto
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত ৬৬ কোটি ৬৪ লাখ রুপি সম্পদ থাকায় বেঙ্গালুরুর একটি আদালত গত বছরের সেপ্টেম্বরে জয়ললিতাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন। ১৯৯১-৯৬ সময়ে মুখ্যমন্ত্রী থাকাকালে জয়ললিতা ওই সম্পদ অর্জন করেছিলেন। এ অপরাধে আদালত তাঁকে ১০০ কোটি রুপি অর্থ জরিমানাও করেন।
১৮ বছর ধরে চলা ওই মামলায় জয়ললিতা ছাড়া তাঁর তিন মিত্রকেও দোষী সাব্যস্ত করেন আদালত। ওই তিনজন হলেন এন সাসিকালা, ভিএন সুধাকরণ ও জে এলাসভারাসি। তিনজনের প্রত্যেককেই ১০ কোটি রুপি করে জরিমানা করা হয়। আজকের রায়ে তাঁরা সবাই খালাস পেয়েছেন।
জয়ললিতার দল এআইএডিএমকের উল্লসিত এক সমর্থক এনডিটিভিকে বলেন, 'আম্মা নিরাপরাধ, আমরা তাঁর খালাস আশা করেছিলাম... তাঁর নতুন একটি রাজনৈতিক জীবন শুরু হলো।' তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পান্নিরসেলভাম ও অন্য মন্ত্রীরা চেন্নাইয়ে জয়ললিতার বাসভবনে পোয়েস গার্ডেনে বৈঠক করছেন।'
ধারণা করা হচ্ছে, আজকের রায়ের পর জয়ললিতা রাজ্য বিধানসভার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন।