খনিশ্রমিকরা হঠাৎ পেলেন ১৩৩৬ কোটি টাকার রত্ন!
মিয়ানমারের কচিন প্রদেশের একটি খনিতে কাজ করছিলেন স্থানীয় শ্রমিকরা। হঠাৎই তাঁরা খুঁজে পেলেন মহামূল্যবান এক রত্ন খণ্ড। সেই মুহূর্তে খনির শ্রমিকদের মনে হয়েছিল, তাঁরা যেন একটি লটারি জিতে গেছেন। কারণ গোটা দেশের জন্যই পাথর খণ্ডটি অমূল্য সম্পদ।
প্রায় ১৮ ফুট আয়তনের সবুজ এই জেড পাথর খণ্ডের আনুমানিক দাম ধরা হয়েছে ১৪০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার ৩৩৬ কোটি টাকারও বেশি। পাথর খণ্ডটির ওজন ১৭৫ টন। উচ্চতায় ৯ ফুট।
ডেইলি মেইলে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, স্থানীয় রাজনীতিবিদ উ টিন্ট সু পাথরখণ্ডটির সামনে দাঁড়িয়ে আছেন। যেখানে পাথর খণ্ডটির পাশে তাঁকে বেশ ক্ষুদ্রই দেখা যাচ্ছে। দেখতে সাধারণ পাথর খণ্ডের মতো মনে হলেও পরিষ্কার করা হলে এটির চমৎকার সবুজ রং দেখা যায়।
টিন্ট সু বলেন, এটা তাঁদের দেশের জনগণের জন্য প্রকৃতির একটি উপহার। এটাকে তাঁদের সরকারের জন্য ভালো লক্ষণ বলেও মনে করেন তিনি।
অবশ্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান রত্ন বলা যাচ্ছে না। কারণ ২৬০ টন ওজন নিয়ে রেকর্ডটা আগেই করেছে চীন।