কলকাতায় ট্রেনে বোমা বিস্ফোরণে আহত ১৭
পশ্চিমবঙ্গের কলকাতায় একটি লোকাল ট্রেনে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল ট্রেনটি চব্বিশ পরগনার টিটাগড় থেকে ছেড়ে আসার পরপরই এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ বলছে, ট্রেনের পঞ্চম বগির কয়েকজন যাত্রীর মধ্যে বিশৃঙ্খলার জের ধরে তারা একে অপরের দিকে বোমা ছুড়ে মারে।
এনডিটিভি জানিয়েছে, আহত ব্যক্তিদের কলকাতার আর জে কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।