যৌন নির্যাতনকারীদের নপুংসক করবে ইন্দোনেশিয়া
শিশুদের ওপর যৌন নির্যাতন চালানো ব্যক্তিদের রাসায়নিকভাবে নপুংসক বানানোর আইন করেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আশা করছেন, এই নীতির ফলে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে।
বিবিসি জানায়, ইন্দোনেশিয়ায় কিছুদিন আগে ১৪ বছর বয়সী এক মেয়েশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এরপর চলতি মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাস করে সরকার।
প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে আপস হতে পারে না।
‘যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয়, সে বিষয়টি আমরা দেখব। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেওয়া হয়, তাহলে একটা সময় যৌন অপরাধ কমে যাবে এবং একপর্যায়ে পুরোপুরি দমন হয়ে যাবে।’