গ্রেপ্তার হতে পারেন ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির সরকার।
সরকারবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশকে অচল করে দেওয়ার ‘ষড়যন্ত্রের’ অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।
এর আগে আগামী ২ নভেম্বর সরকারবিরোধী আন্দোলনে বিপুল জনসমাগমের মাধ্যমে দেশকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইমরান খান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, পিটিআইয়ের প্রধান ইমরান খানসহ দলটির অনেক নেতাকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। এদের মধ্যে কয়েকজনকে গৃহবন্দি করারও পরিকল্পনা রয়েছে সরকারের।
ওই সূত্র জানিয়েছে, এরই মধ্যে পিটিআই চেয়ারম্যানের ডাকা ওই বিপুল জনসমাগম ঠেকাতে সবরকম প্রস্তুতি নিয়েছে সরকার। পরিকল্পনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো দলীয় প্রধানসহ বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার অথবা গৃহবন্দি করা।
এদিকে, পিটিআইয়ের এক জ্যেষ্ঠ রাজনীতিকের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল আরো জানায়, সরকার যে দমননীতি চালাবে এই সম্পর্কে অবগত আছে দল। এজন্য পিটিআইয়ের চেয়ারম্যান সাম্ভাব্য সবকিছুর জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।
চলতি বছরের শুরুতে ফাঁস হওয়া ‘পানামা পেপার্সে’ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম প্রকাশিত হয়। সেখানে নওয়াজের বিপুল অঙ্কের গোপন অর্থসহ নানা দুর্নীতি ফাঁস হয়ে যায়। এরপর থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল পিটিআই। এরই অংশ হিসেবে আগামী ২ নভেম্বর জনসমাগমের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার ঘোষণা দেন ইমরান।
এদিকে, পিটিআইয়ের এই আন্দোলনের ঘোষণায় শঙ্কা প্রকাশ করেছে চীন। দেশটির আশঙ্কা সরকারবিরোধী এই আন্দোলনে পাকিস্তানে চীনের ৫১ বিলিয়ন ডলারের তেল ও অবকাঠামোগত উন্নয়ন হুমকির মুখে পড়বে। চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং গতকাল বুধবার ইমরানের সঙ্গে দেখা করে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বিষয়টি মিটিয়ে ফেলার আহ্বান জানান।
ক্যাপশন : তেহরিক-ই-ইসলামের (পিটিআই) প্রধান ইমরান খান। ছবি : দ্য নিউজ ইন্টারন্যাশনাল