সুচিত্রা ভট্টাচার্যের জীবনাবসান
বাংলা ভাষার জনপ্রিয় লেখক সুচিত্রা ভট্টাচার্য আর নেই। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন সুচিত্রা। ফিরে এসে বিছানায় শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হলে তিনি এসে পৌনে ১১টার দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সমসাময়িক বাংলা সাহিত্যে তিনি জনপ্রিয় ও শক্তিমান ঔপন্যাসিক ছিলেন। মূলত শহুরে মধ্যবিত্ত ছিল তাঁর লেখালেখির বিষয়বস্তু। বেশ খোলা মনে তিনি এ নিয়ে আলোচনা করেন এবং পাঠককে আয়নার সামনে দাঁড় করিয়ে দেন।
সমসাময়িক সমাজে নারীর ব্যথা ও তকলিফকে তিনি প্রাধান্য দিতেন।
বিহারের ভাগলপুরে জন্ম এই লেখক স্নাতক করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ২৪টি উপন্যাস লিখেছেন, বেশ কয়েকটি ছোটগল্প রয়েছে তাঁর।
তাঁর উপন্যাস ‘দহন’ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘কাছের মানুষ’, ‘কাচের দেয়াল’, ‘হেমন্তের পাখি’, ‘অলীক সুখ’, ‘গভীর অসুখ’।