অভিবাসী সংকট নিয়ে ২৯ মে থাইল্যান্ডে বৈঠক
বঙ্গোপসাগর দিয়ে অভিবাসী অনুপ্রবেশ সংকট নিয়ে আগামী ২৯ মে একটি আঞ্চলিক বৈঠক ডেকেছে থাইল্যান্ড। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এশিয়ার কিছু দেশে অভূতপূর্ব অনুপ্রবেশ ঠেকাতে যৌথভাবে তৎপরতা বাড়াতে এ বৈঠক আহ্বান করা হয়েছে।
ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা এই সমস্যার ওপর একটি সম্মেলনের আহ্বান করেছিলেন। কিন্তু সরকারপ্রধান পর্যায়ে বৈঠকের ব্যাপারে অন্য দেশগুলো সাড়া দেয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমার, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, লাওস, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও অন্যান্য দেশের প্রতিনিধিরা ব্যাংককে একদিনের এই বিশেষ বৈঠকে যোগ দেবেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন, অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা, মাদক ও অপরাধবিষয়ক অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনও এ বৈঠকে নিমন্ত্রণ পেয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব নোরাচিত সিনহাসেনি। বৈঠকে সমুদ্রপথে অনুপ্রবেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি ফোরাম গঠন করার চেষ্টা করা হবে।