হাইতির কারাগার থেকে পালাল ১৭০ বন্দি
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার উত্তরে আকায়ে এলাকার একটি কারাগার থেকে পালিয়েছে ১৭০ বন্দি।
স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বন্দিরা পাঁচটি বন্দুক চুরি করেছে। পালানোর সময় গোলাগুলিতে এক কারারক্ষী ও এক বন্দি নিহত হন।
পলাতকদের খুঁজতে জাতিসংঘের নিরাপত্তারক্ষীদের সহায়তায় এরই মধ্যে অভিযান শুরু করেছে হাইতি সরকার। এক টুইট বার্তায় সরকার ‘কারা বিদ্রোহ’ উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছে।
হাইতির আইনমন্ত্রী ক্যামিল এদুয়ার্দ জুনিয়র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ওই ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন।’
‘তিন কারাবন্দি আহত হয়েছে, তাদের মধ্যে একজন মারা গেছে।’
হাইতির সরকারি সূত্রে জানা যায়, পলাতকদের মধ্যে ১১ জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। বাকিদের ধরতে কারাগারের কাছের সড়কে তল্লাশিচৌকি বসানো হয়েছে।
আকায়ে কারাগারে বন্দিদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক ছিল না। ফলে পলাতকরা সহজেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারে।
হাইতির কারাগারগুলো খুবই জনাকীর্ণ। এসব কারাগারে আটক ব্যক্তিদের অনেককেই বিনা বিচারে বছরের পর বছর বন্দি থাকতে হয়।