এএপি জোর করে ভোট আদায় করছে!
দিল্লির নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) কিছু ভোটারকে হুমকি দিয়ে জোরপূর্বক ভোট আদায় করতে চাইছে বলে দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। আজ শনিবার নির্বাচন নিয়ে ভারতের টেলিভিশন এনডিটিভির সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
বেদি অভিযোগ করে বলেন, এএপির কর্মীরা একটি কেন্দ্রে এক নারী ভোটারকে লাঞ্চিত করেছেন। তিনি এ ঘটনাসংক্রান্ত একটি ভিডিওচিত্র আছে বলেও দাবি করেন।
এনডিটিভিকে বেদি আরো বলেন, ‘এএপি মাত্র ৩০০ রুপিতে ভোটারদের কিনছে। নারীদের হুমকি দেওয়া হচ্ছে। লোকজনকে সত্য জানতে দেওয়া উচিত...গণমাধ্যম সত্য আড়াল করছে।’
বেদির এসব অভিযোগ অস্বীকার করে এএপির মুখপাত্র আতিষী মারলেনা বলেন, বিজেপির এ দাবি সত্যের ধারেকাছেও নেই।
এর আগে এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে অ্যালকোহল ও টাকা বিতরণের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘যারা অ্যালকোহল ও টাকা বিতরণ করে, দয়া করে তাদের ভোট দেবেন না। যারা নির্বাচনের পর তাদের প্রতিশ্রুতি ভুলে যায়, তাদের ভোট দেবেন না।’