সংবাদের জেরে পাকিস্তানের তথ্যমন্ত্রীকে অপসারণ
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনে একটি সংবাদ প্রকাশের জেরে দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে অপসারণ করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
ওই বিবৃতিতে বলা হয়, ‘এ পর্যন্ত পাওয়া নথিতে দেখা গেছে, তথ্যমন্ত্রীর দিক থেকে বিচ্যুতি রয়েছে। স্বাধীন ও বিস্তারিত তদন্তের স্বার্থে তাঁকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের কিছু সূত্র জানায়, পাকিস্তানের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে দেশটির সশস্ত্র সংগঠনগুলোকে নিরাপত্তা বাহিনী সমর্থন দেয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ডনে প্রকাশিত সংবাদের সূত্র পারভেজ কি না, তদন্তে সে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত পারভেজকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে।
গত ৬ অক্টোবর ডনে একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধে জঙ্গিবাদ নিরসন নিয়ে সেনাবাহিনী ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি বৈঠকের বর্ণনা দেওয়া হয়। সেই বৈঠকের খবর পারভেজ ফাঁস করেছেন কি না, তা তদন্তে বের করা হবে।
পাকিস্তানের সরকার ও কূটনৈতিক সূত্রে জানা যায়, ডনের ওই নিবন্ধের পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক তিক্ত হয়। বৈঠকের খবর ফাঁস করায় পিএমএল-এনকে দোষারোপ করছেন সেনা কর্মকর্তারা। তাঁরা সংবাদের সূত্রের শাস্তি দাবি করেছেন।