পাকিস্তানে জাহাজভাঙার কারখানায় দুর্ঘটনা, নিহত ১১
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি জাহাজভাঙার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের পর এ সময় একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে করাচি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হানিফাল এএফপিকে বলেন, ‘একটি জাহাজ কাটার সময়ে এর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।’
দুর্ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন বলে জানিয়েছে এএফপি। টিভির ফুটেজে দেখানো হয়, জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
ওই এলাকার জেলা প্রশাসক জুলফিকার আলি শাহ এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত আমরা ১১টি মৃতদেহ উদ্ধার করেছি এবং ৫৯ জন আহত ব্যক্তিকে করাচি পাঠিয়েছি।’
আহতদের সবাই গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকারি কর্মকর্তা জুলফিকার হাশমি এএফপিকে বলেন, জাহাজটিতে এখনো আগুন জ্বলছে এবং আগুন নেভানোর মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই।
হাশমি ও শাহ দুজনই বলেন, আগুন নেভাতে সহায়তার জন্য পাকিস্তান নৌবাহিনীর অগ্নিনির্বাপক কর্মীদের তলব করা হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।