ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে পুতিন এই অভিনন্দন জানান।
পুতিনের আশা, দুই দেশের সম্পর্কের উন্নতিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারবেন তিনি।
বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র-রাশিয়ার নেতিবাচক সম্পর্ককে পাল্টাতে কাজ করবেন পুতিন ও ট্রাম্প। তাঁরা দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ আয়োজনে কাজ করবেন।
মার্কিন নির্বাচনের সর্বশেষ ফল থেকে জানা যায়, ২৮৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ট্রাম্প। বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি ইলেক্টোরাল কলেজ ভোট।
নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ট্রাম্প। তিনিই প্রথম ব্যক্তি যিনি কোনো রাজনৈতিক বড় পদে না থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন।
ট্রাম্পের জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ জয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।
এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।