দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ করছে লাখ লাখ মানুষ। গত শনিবার থেকে দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরে ব্যাপকভাবে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের আয়োজকরা শনিবার জানান, ১০ লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সংখ্যা ছিল দুই লাখ ৬০ হাজার।
প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রভাবশালী বন্ধু ছই ছন শেরকে কোনো ধরনের অনুমতি ছাড়া সরকারি নথিপত্র দেখা ও সরকারি কাজে হস্তক্ষেপের সুযোগ দিয়েছেন। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পার্ক বলেছেন, প্রিয় জনগণের এই বিক্ষোভে তাঁর মন ভেঙে গেছে।
স্থানীয় সূত্রের বরাতে বাসস জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
এদিকে জনরোষ কমাতে প্রেসিডেন্ট বিরোধী দলের সঙ্গে মিলে নতুন মন্ত্রিসভা গঠন ও কিছু ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বরং প্রধান বিরোধী দলের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন।
এর আগে ২৫ অক্টোবর পার্ক গিউন হাই প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন, বন্ধু ছই ছন শে কোনো সরকারি পদে না থাকলেও তিনি রাষ্ট্রীয় বিষয়ে তাঁর পরামর্শ চান।