পাকিস্তানে মাজারে বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৫২
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুফি মাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে পৌঁছেছে। দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ এই প্রদেশটিতে শনিবারের ওই বিস্ফোরণে আরো শতাধিক লোক আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বাসস।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দূরে খুজধার জেলায় সুফি অলি শাহ্ নূরানীর মাজারে একটি অনুষ্ঠান চালাকালে এ হামলা চালানো হয়।
পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি প্রতিবেশী দেশ ইরান থেকেও ভক্তরা এই মাজার জিয়ারত করতে আসেন। কর্মকর্তারা বলেন, বোমা হামলার সময় কয়েকশ ভক্ত সেখানে উপস্থিত ছিলেন।
মাজারটিতে প্রতিদিন সন্ধ্যার আগে সুফি নাচ ‘ধামাল’ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের মতো গত শনিবারও এই নাচের অনুষ্ঠান চলাকালে বোমা হামলাটি চালানো হয়।
ঘটনার পর দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত মাজারটিতে সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারেনি জরুরি উদ্ধারকারী দল। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।
এদিকে হামলার পর আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই ঘটনার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, গোষ্ঠীটির আত্মঘাতী বোমা হামলাকারীরাই এ হামলা চালায়।
উল্লেখ্য, পাকিস্তানে কয়েক লাখ লোক সুফিজমের অনুসারী। তবে চরমপন্থীরা ইসলাম ধর্মের এই শাখার কট্টর বিরোধী।