ভারতের সঙ্গে গোলাগুলি, ৭ পাকিস্তানি সেনা নিহত
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তান জানিয়েছে, ভারতের গুলিবর্ষণে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
গতকাল রোববার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ভিমবার সেক্টরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, ‘বিনা উসকানিতে’ ভারত গুলিবর্ষণ করে। পাকিস্তানও গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়।
সাত সেনা নিহত হওয়ার খবরটি আইএসপিআরের বরাত দিয়ে প্রকাশ করেছে পাকিস্তানের ডন পত্রিকা। সেখানে বলা হয়, ‘গত রাতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার ভিমবার সেক্টরে গুলিবর্ষণ করে ভারত। এতে সাত সেনা সদস্য শাহাদাৎ বরণ করেছেন।’
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাদের দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি করে ভারতের দিকে।
রোববার রাতের ঘটনার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এদিকে নজর দেওয়া প্রয়োজন। এ রকম ঘটনা আরো বাড়তে পারে। এটা এ অঞ্চলের জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে।
এ ঘটনার নিন্দা ও অভিযোগ জানাতে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার গৌতম বামবাওয়ালেকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান সরকার।
গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে ‘সার্জিক্যাল অ্যাটাক’ নামে অভিযান পরিচালনা করে ভারত। এর আগে কাশ্মীরের উড়ি এলাকায় এক হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়। ভারতের দাবি, ওই ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে।