পাকিস্তানের গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় এক সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড টুইটারের জানায়, ‘গুলির জবাব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও উপযুক্ত জবাব দেওয়া হবে।’ এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হলো।
এর আগে রাজৌরির নওশেরা ও সুন্দারবানি এলাকার নিয়ন্ত্রণরেখায় ভারতের তল্লাশিচৌকি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মর্টার ও ছোট ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনারা।
গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা জম্মুর পালানওয়ালা সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় তল্লাশিচৌকি ও বেসামরিক এলাকায় হামলা চালায়।
গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সার্জিক্যাল স্ট্রাইট অভিযান পরিচালিত হয়। এর পর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬টি গোলাগুলির ঘটনা ঘটে।