নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের মুক্ত করার আহ্বান মালালার
নাইজেরিয়ার অপহৃত ২০০ স্কুলছাত্রীকে মুক্ত করার ব্যাপারে বিশ্বনেতাদের সহায়তা চেয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম আজ থেকে ৩০০ দিন আগে এই ছাত্রীদের অপহরণ করে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার এক বিবৃতিতে অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে সর্বস্তরের মানুষকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান মালালা।
গত বছরের ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বরনো প্রদেশ থেকে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭৬ কিশোরীকে অপহরণ করে বোকো হারাম। এদের মধ্যে ৫৭ জন পালিয়ে আসতে পারলেও ২১৯ জন এখনও বন্দী রয়েছে। যদিও দেশটির সামরিক বাহিনীর দাবি, অপহৃতদের অবস্থান শনাক্ত করা গেছে। তবে উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে অপহৃত ছাত্রীদের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’ হ্যাশট্যাগের মাধ্যমে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা একাত্মতা জানিয়েছেন।