পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া। একই সঙ্গে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান পদেও একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন লে. জেনারেল জুবায়ের হায়াত।
এক সপ্তাহ ধরে নানা জল্পনা-কল্পনার পর দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুত্বপূর্ণ পদে এই দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম ঘোষণা করেন। এই দুই সেনা কর্মকর্তাকে চারতারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে।
পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান রাহেল শরিফের বিদায়ের পর আগামী মঙ্গলবার এই নতুন দুই সেনা কর্মকর্তা তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।
এই পদের জন্য এর আগে দুই সেনা কর্মকর্তার নাম নিয়ে বেশ তর্ক হয়েছে। তাঁরা হলেন বাহাওয়ালপুর কার্পসের কমান্ডার লে. জেনারেল জাভেদ ইকবাল রামদি এবং মুলতান কার্পসের কমান্ডার লে. জেনারেল ইশফাক নাদিম।
আনুষ্ঠানিক প্রক্রিয়ায় মনোনয়নের জন্য জ্যেষ্ঠ জেনারেলের একটি তালিকা জেনারেল সদর দপ্তরের অনুমতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। কিন্তু তাতে কোনো ধরনের সুপারিশ করা হয়নি।
প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্ত ঘোষণার আগে অনানুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন।