১২ বছর পর বাগদাদ থেকে কারফিউ উঠল
এক যুগ পর ইরাকের রাজধানী বাগদাদ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে কারফিউ সরিয়ে নেওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়, কারফিউ প্রত্যাহার হওয়ায় বাগদাদজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নাচানাচির ছবি প্রকাশ করেছেন রাজধানী শহরের বাসিন্দারা।
২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বাগদাদে কারফিউ জারি করা হয়। সে সময় বাড়তি নিরাপত্তা হিসেবে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজধানীবাসীর চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
এ প্রসঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবদি বলেন, তিনি ইরাকের জনজীবন স্বাভাবিক করতে কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে শনিবার রাজধানী বাগদাদে এক হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হন। কিন্তু এর পরও এ সিদ্ধান্ত অপরিবর্তনীয় থাকে।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, কারফিউ প্রত্যাহার হওয়ায় বোমা হামলা হয়েছে, এটা তিনি মনে করেন না।
ইরাকের রাজধানীতে বোমা হামলা ও বিস্ফোরণ নিত্য ঘটনায় পরিণত হয়েছে। দেশটির মন্ত্রীরাও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হুমকির সম্মুখীন হয়েছেন। গতকালের সিরিজ বোমা হামলার অন্তত একটি আইএস করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যভিত্তিক জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।