সৌদি আরবে মসজিদে বোমা হামলা, বহু হতাহত
সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২২ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে। আজ শুক্রবার জুমার সময় কাতিফ প্রদেশের একটি গ্রামের ইমান আলী মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
urgentPhoto
স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জুমার নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের মধ্যে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, গ্রামের মসজিদে জুমার নামাজের সময় একজন প্রবেশ করে আত্মঘাতী হামলা চালায়। ওই সময় মসজিদে দেড়শর বেশি মানুষ ছিল।
কাতিফ সেন্ট্রাল হসপিটালের চিকিৎসকের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় অন্তত ২২জন নিহত হয়েছেন। আর কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সৌদি আরবে এ ধরনের ঘটনা এটিই প্রথম। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মসজিদে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।
সৌদি আরবের মোট জনসংখ্যার ১০ থেকে ১৫ শতাংশই শিয়া মুসলমান। এই জনগোষ্ঠী মূলত থাকে কাতিফ ও আল-আশা প্রদেশে থাকেন। ওই দুটি প্রদেশ সরকারের কাছ থেকে যথেষ্ট অর্থ পায় না বলে অভিযোগ আছে। একই সঙ্গে দেশটিতে শিক্ষা থেকে শুরু করে চাকরি পর্যন্ত সব ক্ষেত্রেই শিয়ারা বঞ্চিত হন বলেও অভিযোগ পাওয়া যায়। তবে সৌদি সরকার বরাবরই এসব বিষয় অস্বীকার করে আসছে।