গ্যাস সংকটে পাকিস্তানে সংসার ভাঙার হিড়িক!
রান্নার গ্যাস নেই। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ধুন্ধুমার ঝগড়া। ফলে বিবাহ বিচ্ছেদ। পাকিস্তানের ঘরে ঘরে নাকি এখন এই দৃশ্য। দাবি করেছেন পাকিস্তানের মুসলিম লীগের আইনজীবী তাহিরা আওরঙ্গজেব।
গত মঙ্গলবার পাকিস্তানের আইনসভায় এক বক্তব্যে এ দাবি করেন তাহিরা। তিনি বলেন, পাকিস্তানে বিবাহ বিচ্ছেদ বাড়ার পেছনে মূল কারণ গ্যাস সংকট।
তাহিরা দাবি করেন, গ্যাস সংকটের কারণে সময়মতো খাবার বানাতে পারছেন না স্ত্রীরা। এতে তাঁদের স্বামীরা বেশ বিরক্ত হচ্ছেন। তাঁদের জীবনে এ নিয়ে ঝগড়া এখন দৈনিক কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। একপর্যায়ে তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছেন।
এ সময় কয়েকশ কোটি ডলারের ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন স্থাপনের অগ্রগতি কতদূর, তা পাকিস্তান সরকারের কাছে জানতে চান তাহিরা।
তাহিরা বলেন, ‘এ সমস্যার জন্য দায়ী কে, তা জানাতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে এই ঝগড়ার প্রভাব আমাদের পরবর্তী প্রজন্মের শিশুদের ওপরেও পড়ছে।’
শহিদ খাকান আব্বাসি নামে জামিয়াত উলামা-ই-ইসলাম-ফাজল দলের একজন সংসদ সদস্য পাকিস্তান পার্লামেন্টে গ্যাস সংকট সমাধানের বিষয়ে কথা বলেন। তখনই গাস সংকটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সম্পর্কটি তুলে ধরেন তাহিরা আওরঙ্গজেব।