তীব্র গরমে ভারতে ২০০ মানুষের মৃত্যু
ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে তীব্র গরমে গত তিনদিনে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুধু শুক্রবারই তীব্র গরমে মারা গেছেন একশর বেশি মানুষ। ওই দুই রাজ্যের তাপমাত্রা গড়ে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তেলেঙ্গানা রাজ্যের হাসপাতালগুলোতে প্রচণ্ড গরমে সানস্ট্রোকে (প্রচণ্ড গরমে মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে এবং অন্ধ্রপ্রদেশে প্রাদেশিক সরকার সবগুলো জেলায় জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সেবাদানে চিকিৎসকদল গঠন করেছে। কোনো রকম তাপ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ ছাড়া দিনের বেলা বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছেন ওই দুটি রাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো তিনদিন থাকবে এই প্রচণ্ড দাবদাহ। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পরপরই আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহ ‘গুরুতর’ বলে সতর্কবার্তা প্রচার করেছিল। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘এটাই শেষ নয়, সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের গ্রীষ্মকাল।’ সর্বশেষ ২০০২ সালের মে মাসে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় তিনজনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গেও চারদিন ধরে চলছে প্রচণ্ড দাবদাহ। গতকাল শুক্র ও আজ শনিবার তীব্র গরমে নয়জনের মৃত্যু হয়েছে। এই দাবদাহ আরো তিনদিন চলতে পারে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া অধিদপ্তর।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গরমে কলকাতা, হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে মোট নয়জন মারা গেছে। এর মধ্যে কলকাতায় মারা গেছে তিনজন।