পাকিস্তানের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১১
পাকিস্তানের বন্দরনগরী করাচির এক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে আরো ৪৫ জন আহত হন।
স্থানীয় সময় সোমবার ভোরে করাচির কেন্দ্রস্থলে অবস্থিত রিজেন্ট প্লাজা হোটেলে ওই অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের অধিকাংশই ওই হোটেলের দেশি-বিদেশি অতিথি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
পাকিস্তানের অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন অনলাইন জানায়, সোমবার সকালে শাহরাহ-ই-ফয়সাল এলাকার ওই চারতারকা হোটেলের রান্নাঘর থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সারা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। আটকা পড়েন ওই হোটেলে অবস্থানকারী দেশি-বিদেশি অতিথিরা।
ঘটনার পরপরই অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রথম তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখার সময়ে হোটেলটিতে আগুন জ্বলছে বলে জানিয়েছে ডন অনলাইন।
এদিকে করাচির সদ্দর পুলিশ স্টেশনের কর্মকর্তার বরাতে ডন আরো জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী আহতের সংখ্যা ৪৫ জানালেও জিন্নাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৬৫ জন লোক এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন।