পাকিস্তানে বিমান বিধ্বস্ত
পাকিস্তানে ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার অ্যাবোটাবাদ জেলার হেভেলিয়ানে ওই দুর্ঘটনা ঘটে।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন জানিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ওই বিমানটি অভ্যন্তরীণ পথে খাইবার পাখতুনখাওয়ার চিত্রাল থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পিকে-৬৬১ নামের ওই বিমানে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।
ওই বিমানে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে চিত্রাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে একাধিক নম্বর দিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের স্বজনদের ওই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ বিভাগ।
যাত্রীদের তালিকায় দেখা যায়, বিধ্বস্ত হওয়া বিমানে আছেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও টেলিভিশন ব্যক্তিত্ব জুনায়েদ জামশেদ ও তাঁর পরিবার। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও ছিলেন ওই বিমানে।
চিত্রাল থেকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রওনা দেয় পিকে- ৬৬১। ৪টা ৪০ মিনিটে ইসলামাবাদে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কথা বিমানটির।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিমান পরিবহনবিষয়ক সংস্থা অ্যাভিয়েশন হেরাল্ড জানিয়েছে, ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে পিকে-৬৬১।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান উদ্ধারকাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন।
পিআইএর মুখপাত্র দানিয়েল গিলানি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, বিমানটি উদ্ধারে সর্বশক্তি ব্যবহার করা হচ্ছে।