নাইজেরিয়ায় আত্মঘাতী বোমায় নিহত ৪৫
নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে আলাদা দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
স্থানীয় সময় শুক্রবার মাদাগালি শহরের একটি বাজারে ওই হামলাগুলো চালানো হয়।
দুজন আত্মঘাতী নারী হামলাকারী এই হামলা চালাতে পারে বলে মনে করছে দেশটির সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের এক বার্তায় নাইজেরিয়ার জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় একটি বাজারে দুই নারী বিস্ফোরক নিয়ে এ আত্মঘাতী হামলা চালায়।
বাদার আকিন্তো নামে নাইজেরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তাই সেখানে আর কোনো নিরাপত্তা হুমকি নেই।’
নাইজেরিয়ার বরনো প্রদেশের সীমান্তবর্তী শহর মাদাগালি। শহরটিতে জন্ম লাভ করে জঙ্গি সংগঠন বোকো হারাম। ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে শহরটিতে। স্থানীয় নেতারা এর আগে নাইজেরিয়ার সরকারকে অনুরোধ জানিয়েছিলেন সামবিসা বনসংলগ্ন গ্রাম ও ছোট জঙ্গলগুলোতে সেনা মোতায়েন করতে। ওই বনে বোকো হারামের সদস্যদের ক্যাম্প রয়েছে বলে ধারণা ছিল তাঁদের।