কায়রোর গির্জায় বিস্ফোরণ, বহু হতাহত
মিসরের রাজধানী কায়রোর একটি গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫ জন।
স্থানীয় সময় রোববার এ হামলা হয় বলে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
এর আগে গত শুক্রবার কায়রোর প্রাণকেন্দ্র ও উত্তরাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ছয় পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ছয়জন।
মিসরের উত্তর সিনাইয়ে বেশ কিছুদিন ধরে ইসলামপন্থী চরমপন্থীদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। সেখানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইএসের হামলায় কয়েকশ সেনা ও পুলিশ নিহত হয়েছে।
সম্প্রতি কায়রোসহ বেশ কিছু শহরে বড় ধরনের হামলা চালিয়েছে চরমপন্থীরা।