সেনাপ্রধানের পর বদলে গেল পাকিস্তানের গোয়েন্দাপ্রধানও
সেনাপ্রধানের পর বদলে গেল পাকিস্তানের গোয়েন্দাপ্রধানও। লেফটেনেন্ট জেনারেল নাভিদ মুখতারকে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর (আইএসআই) প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার রাতে লেফটেনেন্ট জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হন তিনি।
কোনো পূর্বঘোষণা ছাড়া অনেকটা তাড়াহুড়া করেই পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ পদটিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ডন অনলাইন’। জেনারেল কামার জাভেদ বাজওয়া দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে এই পরিবর্তন আনা হলো।
শুধু আইএসআই-প্রধানই নন, রোববার রাতে দেশটির সেনাবাহিনী আরেকটি উচ্চপদে রদবদল করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটির সিন্ধু প্রদেশের প্রধান সেনা কর্মকর্তা নাজির বাটকে কাশ্মীরে বদলি করা হয়েছে।
ডন জানায়, রোববার রাতেই দেশটির সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে গোয়েন্দাপ্রধানের পদে রদবদলের ঘোষণা দেওয়া হয়। তবে নতুন গোয়েন্দাপ্রধান কে হচ্ছেন তা জানতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
লেফটেনেন্ট জেনারেল নাভিদ মুখতার কোয়েটা কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে সামরিকবিদ্যায় প্রশিক্ষণ নিয়েছেন। আগের আইএসআই-প্রধান রিজওয়ান আখতারের মতোই তিনি যুক্তরাষ্ট্র থেকে গোয়েন্দাবিদ্যায় প্রশিক্ষিত।