নাইজেরিয়ায় গির্জা ধসে নিহত বেড়ে ১৬০
নাইজেরিয়ার উইয়ো শহরে গির্জার ছাদ ধসে নিহতদের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের মর্গ লাশে ভরে গেছে।
দেশটির আকওয়া ইবম রাজ্যের এই গির্জার নির্মাণকাজ চলছিল। সংশ্লিষ্ট বলছেন, নির্মাণকাজে দ্রুতগতিতে করার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।
উকেমো এয়িবিও নামের একজন বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে ছিল, শরীরের বিভিন্ন অংশ পড়েছিল। সব জায়গায় রক্ত আর রক্ত। লোকজনের হাতব্যাগ, জুতা ছড়িয়ে ছিটিয়ে ছিল।’ কর্তৃপক্ষের আশঙ্কা মৃতের সংখ্যা আরো বাড়বে।
এয়িবিও তাঁর গাড়ি গির্জার বাইরে পার্কের পাশে দাঁড় করিয়েছিলেন একটি ফোন করার জন্য। এ সময় হঠাৎ ধসে পড়ার শব্দ শোনেন তিনি। এরপর তিনি ও কয়েকজন মিলে আহত ১০ জনকে টেনেহিঁচড়ে বের করেন। তাঁরা মূল ভবনের ভেতর ঢুকতে পারেননি।
আহতদের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অনেকেই তাঁদের প্রিয়জনদের মৃতদেহ নিয়ে চলে গেছেন।
পিটারস নামে একজন বলেন, তিনি ৯০টি মৃতদেহ গুনেছেন। এরপর তাঁকে তা করতে নিষেধ করে গির্জার লোকজন। তারা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাঁদের তাড়িয়ে দেয়।