‘হিলারির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন পুতিন’
হিলারি ক্লিনটনের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। গতকাল রোববার ক্রেমলিনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল এমন তথ্য জানিয়েছেন।
ওই কূটনীতিক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রাশিয়ায় নিযুক্ত ছিলেন। তাঁর ধারণা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে হেরে যাওয়া হিলারিকে আঘাত করতেই প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করেছেন।
এনবিসি চ্যানেলের এক সংবাদ সম্মেলনে এই সাবেক রাষ্ট্রদূত বলেন, ‘মনে করে দেখুন, ২০১১ সালের সংসদ নির্বাচনে ভ্লাদিমির পুতিনও মনে করতেন যে তাঁর নির্বাচনে হিলারি ক্লিনটন হস্তক্ষেপ করেছিলেন এবং এটা তিনি প্রকাশ্যে বহুবার বলেছেনও। এ ছাড়া এই নিয়ে তাঁকে একান্তে কথা বলতেও শুনেছি আমি।’
এর আগে গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিআইএ) জানিয়েছে, হিলারি ক্লিনটনের প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করতে এবং ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া কাজ করেছে।
ম্যাকফাউল বলেন, শুধু হিলারির ক্ষতি করতেই নয়, পুতিন এ জন্য ট্রাম্পকে সাহায্য করেছেন। কারণ তাঁদের দুজনেরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অনেক মিল রয়েছে। তিনি আরো বলেণ, ‘সে কারণে এটা আমার দৃষ্টিতে খুবই যুক্তিসঙ্গত যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুতিন ডোনাল্ড ট্রাম্পকেই দেখতে চাইবেন, সাবেক মন্ত্রী হিলারি ক্লিনটনকে নয়।’